রামগঞ্জ প্রতিনিধি : রামগঞ্জ উপজেলাস্থ শাহমিরান ফিড এর এমডি মতিউর
রহমানের ব্যক্তিগত উদ্যোগে শনিবার সকাল থেকে হরিসভা – ইছাপুর প্রায়
দু,কিলোমিটার সড়ক সংস্কার শুরু করেন। জানাযায় জনপ্রতিনিধি ও প্রশাসনের
দায়িত্ব অবহেলার কারনে উপজেলার দ্বিতীয় ব্যস্ততম সড়কটি সংস্কার কাজ হচ্ছেনা।
দীর্ঘ কয়েক মাস যাবত এ সড়কে যানচলাচল অনুপযুগী ও সড়কে বড় বড় অসংখ্যা
গর্তের কারনে পায়ে হেঁটে যাতায়াতে পথিকের ভোগান্তির কমতি নেই। এলাকার
বিভিন্ন মহল জণপ্রতিনিধি সহ প্রশাসনের কাছে একাধিকবার ধর্ণা দিলেও
কোন প্রতিকার পায়নি।
সড়ক সংস্কার অভাবে নিত্যদিনেই ছোট বড় দুঘর্টনা সংবাদ পাওয়া যায়।
সড়কটি রামগঞ্জ উপজেলা হতে চাঁদপুর জেলা শহরে অন্যতম সড়ক। শ্রমিক নেতা
মাসুদ আলম ও আবু সুফিয়ানের নেতা জানান, রামগঞ্জ উপজেলার শিল্প উদ্যেক্তা
শাহমিরান ফিডের এমডির সহায়তা নিজেদের স্বেচ্ছা শ্রমের কারনে বড় বড় গর্ত
গুলোতে ইটের গুঁড়ি ফেলে জণদুর্ভোগের উপকার করতে সক্ষম হয়েছি।