নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়েছে।
ঘোষিত তফশীল সূত্রে জানা যায়, আগামী ৩১ অক্টোবর রোজ সোমবার উক্ত ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। মর্মে ৬ অক্টোবর রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ, ৭ অক্টোবর যাচাই ও ১৪ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ নিধারণ করেছেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার- আব্দুল মালেক। উল্লেখ্য, মেয়াদ পূর্তি না হওয়ায় বিগত ৩১ মার্চ এ উপজেলার অন্যান্যে ইউনিয়নের সঙ্গে তফশীল ও নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এদিকে, একই দিনে বেলকা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন হবে মর্মে তফশীল ঘোষণা করেছেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার। উল্লেখ্য, উক্ত ওয়ার্ডের নব নির্বাচিত সদস্য- আব্দুুল মজিদ মিয়া চলতি বছরের ১৯ আগস্ট মৃত্যুবরণ করায় পদটি শূণ্য হয়েছে বলে জানা গেছে।