মোঃ আশিকুর রহমান(টুটুর),নাটোর জেলা প্রতিনিধি,
নাটোরের বাগাতিপাড়ায় পৃথক দুটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে
পঞ্চাশোর্ধ উচ্চ পদস্থ কর্মকর্তারা খেলোয়াড় হিসেবে অংশগ্রহন করেন। যুবকদের
সামাজিক অবক্ষয় থেকে দুরে রেখে খেলোয়াড়মুখী করার লক্ষ্যে এ খেলা অনুুিষ্ঠত হয়। শুক্রবার
বিকেলে গালিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা দেখতে জড়ো হন হাজারো
দর্শক। প্রথম ম্যাচটিতে এক বিবাহ ও বহু বিবাহ নামের দুটি দলের মধ্যকার অনুষ্ঠিত
খেলায় ০-৩ গোলে বহু বিবাহ দল জয়ী হয়। অপরদিকে দ্বিতীয় ম্যাচে অবিবাহিত ও
বিবাহিত নামের দুটি দলের খেলায় ২-০ গোলে অবিবাহিত দল জয়ী হয়। পরে বিজয়ীদের
মধ্যে পুরস্কার বিতরন করা হয়। খেলায় পরিবার পরিকল্পনা অধিদফতরের রাজশাহী ও রংপুর
বিভাগীয় পরিচালক মলয় কুমার রায়, খুলনা রুপালী ব্যাংকের বিভাগীয় প্রধান অশোক
কুমার সিংহ রায়, সমাজসেবা অধিদফতরের সাবেক উপ-পরিচালক মুক্তিযোদ্ধা ফজলুল হক
প্রমুখ ব্যক্তি অংশগ্রহন করেন।