নাটোর জেলা প্রতিনিধি,
নাটোরের সদর উপজেলার হালশায় দুইটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় আন্তঃজেলার
৪ ডাকাত সদস্য কে আটক করেছে পুলিশ । গত শুক্রবার রাতভর অভিযান চালিয়ে নাটোর
জেলার গুরুদাসপুর ও সিংড়া থেকে টাঙ্গাইলের কালিহাতি গ্রামের সন্দিপ কুমারের ছেলে
দিলিপ কুমার (৩৫),তারাশ উপজেলার নাদোর সৈয়দপুর গ্রামের খবির সরদারের ছেলে সালাম
(৩৭),সিংড়া উপজেলার চৌগ্রামের জসির উদ্দিনের ছেলে মজিবুর রহমান(৪০) কে আটক
করে পুলিশ । তাদের দেওয়া তথ্য মতে গত কাল শনিবার সকালে লালপুর উপজেলার ওয়ালিয়া
ইউনিয়নের আমিন পাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে নিহারুল করিম ফরেনের বাড়ি
থেকে ডাকাতি স্বর্ণালংকার ও সিন্দুক উদ্ধার করেছে পুলিশ । পরে ফরেন কে আটক করে
পুলিশ । এব্যাপারে নাটোর সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা (তদন্ত ) নজরুল ইসলাম জুয়েল
জানান, গত বুধবার রাতে নাটোরের সদর উপজেলার হালশা বাজারের মৌসুমী জুয়েলার্স ও
জাবেদা জুয়েলার্স নামের দুই টি দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এসময় নগত টাকা
ও স্বর্ণালংকার ও লোহার সিন্দুক সহ প্রায় কোটি টাকার মালামাল লুট করে ডাকাত দল
পালায় । এসময় বাজারের নৈশ প্রহরী ডাকাত দের বাধা দিতে আসলে বাজারের তিন নৈশ
প্রহরী কে কুপিয়ে ও পিটিয়ে যখম করে পালিয়ে যায় তারা। এই ঘটনায় মৌসুমী
জুয়েলার্সের মালিক মজিদ শাহ বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করে ।
তার সূত্র ধরে ডাকাতের সাথে জরিত থাকার অভিযোগে জেলার বিভিন্ন স্থানে পুলিশ
অভিযান চালিয়ে ৪ ডাকাত সদস্য কে গ্রেফতার করে পুলিশ । গ্রফতারকৃত দের দেওয়া
তথ্য মতে লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের আমিন পাড়া গ্রামের রেজাউল ইসলামের
ছেলে নিহারুল করিম ফরেনের বাড়ি থেকে ডাকাতি স্বর্ণালংকার ও সিন্দুক উদ্ধার করেছে
পুলিশ। তবে এই ডাকাতির সাথে জরিত থাক অনান্য দের গ্রেফতারের জন্য পুলিশি
অভিযান অব্যাহত রয়েছে।