সোহেল রানা,(হিলি)দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি
সীমান্তের রাজধানী মোড় এলাকা থেকে এক বৃদ্ধা মহিলা ও শিশুকে আটক করেছে
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় তাদের কাছে হেফাজতে থাকা
ভারতীয় ৮০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। আটককৃতরা হলেন,বগুড়া সদরের
ডালপট্রি এলাকার মৃত রিয়াজের স্ত্রী ফাতেমা বেওয়া(৭০) এবং ছোট কুমিড়া
এলাকার ফজেল আলীর ছেলে নুর আলম(১৪)।হিলি সিপি ক্যাম্পের কোম্পানি
কমান্ডার আবু নাছের জানান,আটককৃতরা অটোরিকসা চড়ে হিলি সীমান্ত থেকে
ফেন্সিডিল নিয়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেয়।এসময় খবর পেয়ে বিজিবি সদস্যরা
তাদের সীমান্ত এলাকার রাজধানী মোড় থেকে আটক করা হয়।এব্যাপারে হাকিমপুর
থানায় মাদকদ্রব্য আইনে মামলা দেওয়া হয়েছে। এদিকে হিলি বাসুদেবপুর
ক্যাম্পের বিজিবির সদস্যরা মধ্যরাতে উপজেলার নন্দিপুর এলাকা থেকে
পরিত্যাক্ত অবস্থায় আরো ৪০০ বোতল ফেন্সিডিল জব্দ করে।