মোঃ আশিকুুর রহমান(টুটুল),নাটোর জেলা প্রতিনিধি,
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর শহীদ আনছার হোসেন স্মৃতি ১২ তম ফুটবল টুনামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে । মঙ্গবার বিকেল গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাইস্কুল মাঠে এই ফুট বল টুনামেন্টে এ রাজাপুর ফুটবল সংঘ ও গোপালপুর আতিক ফুটবল সংঘ এর অংশ গ্রহনের মধ্য দিয়ে টুনামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করা হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু । এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখানে লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আড়বাব ইউনিয়নের চেয়ারম্যান ইসাহাক আলী, আওয়ামীলীগ নেতা ফিরোজ আল হক ভ’ইয়া প্রমুখ । এছাড়া স্বাধীন বাংলা ফুটবল দলের সাবেক খেলয়াড় শেখ তসলিম উদ্দীন, গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ হাইস্কুলের প্রাক্তন শিক্ষক কমরুজ্জামান, গোপালপুর অনার্স পাশ ডিগ্রী কলেজে সহকারী অধ্যাপক শ্যামল কিশোর পাল স্বাধীন, লালপুর উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক শফিউল আলম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আরশাদ আলম সাধীর, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুল হোসেন রিপন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাজাহান আলী, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রিপন, পৌর যুবলীগের সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর ছাত্রলীগের সভাপতি হৃদয় ইসলাম হায়দার । টুনামেন্ট এর সার্বিক ব্যবস্থপানায় থাকবেন সৈয়দ আশরাফ হোসেন বাবু । টায়বেকারে ১ গোলে গোপালপুর আতিক ফুটবল সংঘ বিজয়ী হয় । ৮ টি দলের অংশ গ্রহনে এই টুনামেন্ট অনুষ্ঠিত হবে ।