প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বুধবার খড়ের গাদা থেকে ১০০ বোতল ফেন্সিডিল জব্দ করেছে থানা পুলিশ। ফেন্সিডিল জব্দ করা হলেও এর সাথে জড়িত কাউকেই আটক করা যায়নি।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকছেদ আলী বলেন, উপজেলার কাজিহাল ইউনিয়নের ঝাঝিরা গ্রামের জনৈক মতিউর রহমানের খড়ের গাদার ভেতর কে বা কারা ফেন্সিডিল রেখেছে এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশ ঐ খড়ের গাদার ভেতর থেকে ঐ ফেন্সিডিল জব্দ করেছে। সকালে মতিউর রহমানের স্ত্রী আমিনা বেগম তাদের বাড়ির বাইরের খড়ের গাদা থেকে গরুকে খাওয়ানোর জন্য খড় আনতে গিয়ে ঐ ফেন্সিডিলের পোটলা দেখতে পেয়ে থানায় সংবাদ দেন। এদিকে গত মঙ্গলবার ভোরে পৌর এলাকার চকচকা গ্রামের খেলার মাঠ এলাকা থেকে ১২০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে।