মিষ্টার আলী মিলন, বগুড়া জেলা প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুপচাঁচিয়ায় সরকারী অনুদানের ১৯মে.টন চাল বিক্রয়ের টাকা বুধবার বিকালে রাধা গোবিন্দ লোকনাথ মন্দির প্রাঙ্গনে উপজেলা ৩৮টি পূজা মন্ডপের নেতৃবৃন্দের নিকট বিতরণ করা হয়েছে। উপজেলা আ’লীগ সভাপতি মিজানুর রহমান খান সেলিম এ অনুদানের টাকা বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, সহসভাপতি সুশীল চন্দ্র বর্মন, বিপুল মোহন্ত, যুগ্ম সম্পাদক পরিমল দাস, সাংগঠনিক সম্পাদক সাধন কুমার কর্মকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রথিন্দ্রনাথ বসাক কালা, সাধারণ সম্পাদক পুলক কুমার কর্মকার, মন্দির কমিটির সভাপতি তপন কুন্ডু সহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ। এসময় উপজেলা আ’লীগ সভাপতি মিজানুর রহমান খানের সৌজন্যে মাননীয় প্রধানমন্ত্রীর শারদ শুভেচ্ছা সম্বলিত ৩৮টি ব্যানারও মন্দির কমিটির নেতৃবৃন্দের নিকট প্রদান করা হয়।