লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে দেশীয় অস্ত্র ও ৩’শ ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. বাহার (২৮)
নামের পুলিশের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন
ব্যাটালিয়নের (র্যাব-১১) সদস্যরা। গত মঙাগলবার রাতে র্যাব-১১, উপজেলার বামনী
ইউনিয়নের শিবপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। বুধবার দুপুরে রায়পুর
থানায় তার বিরুদ্ধে আরও পৃথক দুইটি মামলা দায়ের করে র্যাব। গ্রেফতারকৃত
বাহার উপজেলার বামনী ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ
সম্পাদক ও শিবপুর গ্রামের ইউনুছ পাটোয়ারী বাড়ীর মৃত:ইউসুফ হাজীর ছেলে ।
র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের মেজর এএম আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদের
ভিত্তিতে মঙ্গলবার রাতে শিবপুর গ্রামে তার বাড়ীতে অভিযান চালিয়ে তাকে
গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৩১৫ পিস ইয়াবা ও ঘরের ভেতর
থেকে একটি রামদা, তিনটি ছোরা, দুইটি চাপাতি, একটি দা ও একটি
হকিস্টিক উদ্ধার করা হয়।
সূত্রে জানাগেছে, যুবলীগ নেতা বাহার বর্তমান বামনী ইউনিয়নের চেয়ারম্যান
তাফাজ্জল হোসেন মুন্সি ছত্রছায়ায় দীর্ঘদিন থেকে ইউনিয়ের ত্রাসের রাজত্ব করার
অভিযোগ উঠেছে।
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সাইদ চৌধুরী শাকিল জানান, অভিযুক্ত
বাহার বামনী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক সেক্রেটারি ছিল।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন বলেন,
গ্রেফতারকৃত বাহার পুলিশের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে
থানায় একাধিক মামলা রয়েছে এবং অস্ত্র ও মাদক আইনে থানায় আরও দু’টি
মামলা দায়ের করা হয়েছে। দুপুরে ওই মামলায় তাকে আদালতে প্রেরণ করা
হয়েছে।