খাদিজার হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চলমান আন্দোলনের আহ্বায়ক ফজিলাতুন্নেসাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুরে, তার মায়ের মোবাইলে অজ্ঞাত পরিচয়ে এ হুমকি দেয়া হয় বলে অভিযোগ করেন ফজিলাতুন্নেসা।
তিনি বলেন, ‘গত তিন দিন থেকে এই আন্দোলনে লিড দিচ্ছি নিঃস্বার্থভাবে। আমি কোন রাজনৈতিক দলের সদস্য নই। শুধুমাত্র একটা মেয়ের কারণে এটা করছি। আজ আমার আম্মুর ফোনে এভাবে ফোন করে আমাকে হত্যার হুমকি দেয়া হয়েছে, যেখানে আমাকে পাবে সেখানে আমাকে খাদিজা আপুর মতো কুপিয়ে মারা হবে। আমি আমার নিজের সাথে সাথে আমার পরিবারের নিরাপত্তা নিয়েও খুব দুশ্চিন্তায় আছি। আমার বাবা মারা গেছে এ অবস্থায় আমাদের পরিবারে এমন কেউ নাই যে আমাদের নিরাপত্তা দিতে পারে।