আসামী সুমনের স্থলে গ্রেফতার নিরপরাধ মনির জেল
হাজতে
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুর সদরের দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-
পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ভুল আসামি গ্রেফতার করে
নিরপরাধ ব্যক্তিকে হয়রানির অভিযোগ উঠেছে। একটি মামলায় গ্রেফতারী
পরোয়ানাভূক্ত আসামি মো. সুমন হলেও তারস্থলে মনির হোসেনকে গ্রেফতার করা
হয়। আসামি সুমন এবং নিরপরাধ মনিরের বাড়ি পৃথক পৃথক হলেও শুধুমাত্র পিতার
নামে মিল থাকার অযুহাতে পুলিশ সুমনের স্থলে মনিরকে গ্রেফতার করেছে।
মনিরের বাবা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারী আবুল কালাম বৃহস্পতিবার (০৬
অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর শহরের একটি দৈনিক পত্রিকা অফিসে সংবাদ সম্মেলনে
এ অভিযোগ করেন। ক্ষতিগ্রস্ত পরিবারটি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের
হস্তক্ষেপ কামনা করে লিখিত বক্তব্যে বলেন, ২০০৭ সনে সংঘঠিত একটি ঘটনায়
এলাকর সরর্দার বাড়ির আবুল কালামের ছেলে মো. সুমনকে (৩৩) আসামি করা
হয়। ওই মামলায় আদালত সুমনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।
ঘটনার পর থেকে আসামি সুমন পলাতক রয়েছে। দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের
ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম সোমবার (৩ অক্টোবর) রাতে বাড়ি থেকে
নিরপরাধ মনির হোসেনকে (২৬) গ্রেফতার করেন। মঙ্গলবার (৪ অক্টোবর) বিকালে
সুমনের গ্রেফতারী পরোয়ানামূলে মনির হোসেনকে আদালতে সোপর্দ করে।
লক্ষ্মীপুর আদালত সূত্রে জানা যায়, পুলিশি হয়রানির প্রতিকার চেয়ে আবুল কালাম
বুধবার (৫ অক্টোম্বর) লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতে একটি আবেদন
করলে অতিরিক্ত জেলা ও দায়েরাজজ সায়েদুর রহমান গাজীর বিষয়টি আমলে নিয়ে
আসামীর নাম-ঠিকানা ও সঠিকতা যাচাই করে আগামী ২৩/১০/১৬ইং
তারিখের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জকে
নির্দেশ দিয়েছেন।