শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। মণ্ডপে মণ্ডপে চলছে চণ্ডীপাঠ। আর দেবীর আশীর্বাদ পেতে ভিড় করছেন ভক্তরা।
শনিবার সকালে নবপত্রিকায় প্রবেশ ও ঘট স্থাপনের মাধ্যমে শুরু হয় মহাসপ্তমীর মূল আনুষ্ঠানিকতা। এরপর উপাসনার পাশাপাশি চলে প্রসাদ বিতরণ। দেবীর পায়ে দেয়া হয় অঞ্জলি। এরপর বিকেলে অনুষ্ঠিত হবে বিহিত পূজা।
এদিকে, দেবী বোধন শেষে আজ থেকে মূল পূজায় শরিক হতে ভোর থেকেই মণ্ডপগুলোতে সপরিবারে আসতে থাকেন ভক্তরা।
তাদের নিরাপত্তায় পূজা মণ্ডপ ও এর আশপাশের এলাকায় কড়া নিরাপত্তার বেষ্টনী তৈরি করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।