অস্ত্রোপচারের ৯৬ ঘন্টা পর খাদিজার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক ডাক্তার এ এম রেজাউস সাত্তার।
শনিবার দুপুরে স্কয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।
এসময় চিকিৎসকরা জানান, অস্ত্রোপচারের পর চোখ খুলতে পারছেন খাদিজা। তার ডান হাত এবং পা নড়ছে। তবে সার্বিক অবস্থা জানতে আরও ২ থেকে ৩ সপ্তাহ সময় লাগতে পারে।
স্কয়ার হাসপাতালের চিকিৎসক রেজাউল সাত্তার সাংবাদিকদের বলেন, ‘খাদিজা কনসাস নয়। তবে ব্যথা দিলে রেসপন্স করছে। ব্যথা দিয়ে দেখেছি, তাকাচ্ছে। ডান হাত ও পা নাড়াচ্ছে।’
সোমবার বিকেলে সিলেটের এমসি কলেজে পরীক্ষা শেষে বাসায় ফেরার সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র বদরুল আলম। এরপর থেকে খাদিজা স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন।