মিয়ানমারের ওপর থেকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচির সাথে বৈঠকের কয়েক সপ্তাহ পর শুক্রবার নির্বাহী আদেশে ওবামা নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ১৯৮৯ সালে মিয়ানমারে বাণিজ্য সুবিধা স্থগিত করে যুক্তরাষ্ট্র। সামরিক জান্তা সরকারকে চাপের মধ্যে রাখতে মিয়ানমারে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।
তবে গত বছরের নভেম্বরে জাতীয় নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয় সু চির দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি। দেশটিতে নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়। এরপরই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র।