নারীদের নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগ করার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে । ২০০৫ সালের একটি ভিডিওতে ট্রাম্পকে অশালীন মন্তব্য করতে দেখা যায়। তবে, অশালীন মন্তব্যের জন্য ভুল স্বীকার করে ক্ষমাও চেয়েছেন ট্রাম্প।
ওয়াশিংটন পোস্টের ওই ভিডিওতে দেখা যায়, ট্রাম্প টেলিভিশনের উপস্থাপককে বলছেন, তারকা হলে নারীদের সাথে যেকোনো কিছু করা যায়। নিউ ইয়র্কের এই ব্যবসায়ী বিবাহিত নারী ছাড়াও অন্য নারীদের সাথে তার সম্পর্কের কথা বলেছেন ওই ভিডিওতে।
কথোপকথনে ট্রাম্প টিভি উপস্থাপক বিলি বুশকে বলেন, তিনি স্বতঃস্ফূর্তভাবে সুন্দর নারীদের প্রতি আকৃষ্ট হন ও তাদের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। ভিডিও ক্লিপটি একটি অ্যাকসেস হলিউড সেগমেন্টের অপ্রকাশিত ছবি। ওই ভিডিওতে নারীদের নিয়ে আরও আপত্তিকর কথা বলেছেন ট্রাম্প। ট্রাম্পের এমন অশালীন মন্তব্যের নিন্দা জানিয়েছেন জ্যেষ্ঠ রিপাবলিকান নেতারাও।