রামগঞ্জ প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দক্ষিন চন্ডিপুর গ্রামে সম্পত্তি আত্মসাতের
পায়তারায় সৎ ভাই মো: আব্দুল মন্নানকে শুক্রবার রাত সাড়ে ১০টায় খাদ্য সাথে নেশা জাতীয়
দ্রব্য মিশিয়ে হত্যার চেষ্টা করে।স্থানীয়রা আব্দুল মন্নানকে উদ্ধার করে রামগঞ্জ
স্বাস্থ্যকমপ্লেক্য্র ভর্তি করে। সৃষ্ট ঘটনায় মান্নানের স্ত্রী মোসাম্মদ নারগিছ আক্তার বাদী
হয়ে শনিবার থানায় মামলা রুজু করে।
থানা সহ স্থানীয়রা জানায়,মান্নানের সাথে তার সৎ ভাই মো: ইউসুফ, বাচ্চু মিয়ার
সম্পত্তি বিরোধ চলে আসছে। মান্নান পেশাগত সিএনজি ড্রাইভার। শুক্রবার রাতে
সিএনজি নিয়ে বাড়ী ফেরার পথে সৎ ভাই ইউসুফ, বাচ্চু মিয়ার তাদের ছেলে আল আমিন ও
সবুজ পরিকল্পিত ভাবে গ্রামের পাশে মনসা বাজার সামনে ধারালো অস্ত্র ভয় দেখিয়ে মুখে
নেশা জাতীয় দ্রব্য মিশ্রিত সেভেন আপ মান্নানের মুখে ঢেলে দেয়। এ সময়ে মান্নান
অচেতন হয়ে মাটিতে লুটে পড়ে।
হাসপাতালে চিকিৎসাধীন মান্নান জানায়, ধারালো দামা ও চুরি ভয়ে দেখিয়ে তার সৎ ভাই
ও ভাতিজারা তাকে পরিকল্পিত ভাবে হত্যার চেষ্টা করছে।
থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তোতা মিয়া জানায়,অচেতন ঘটনাটি সত্য এবং
অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে।