শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কবে হবে জাতীয় নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩ মোরেলগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে প্রশাসনের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন তারেক রহমান দেশে ফিরবেন কখন, যা বললেন মির্জা ফখরুল গুম-খুনে আর জড়াবে না র‍্যাব : মহাপরিচালক শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম সমর্থন করে না ভারতের মোদি সরকার সোনারগাঁয়ে দুটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন পাঁচবিবিতে জনবল সংকট ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে ক্যারিবিয়ান জয়ের পর তাসকিন-তাইজুল যা বললেন

সুনামগঞ্জে ৩ শতাধিক মন্ডপে পালিত হচ্ছে শারদীয় দূর্গা উৎসব

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৮ অক্টোবর, ২০১৬
  • ২৭৯ বার পড়া হয়েছে

 

জাহাঙ্গীর আলম ভুঁইয়া,সুনামগঞ্জ

সুনামগঞ্জে ১১টি উপজেলায় উৎসাহ-উদ্দিপনার ও ধর্মীয়

ভাবগাম্বীর্জের মধ্যে দিয়ে ৩শতাধিক মন্ডপে পালিত হচ্ছে

সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা

উৎসব। প্রধান এই উৎসব কে কেন্দ্র করে সনাতন হিন্দু

ধর্মাবলাম্বীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। আর দূর্গা

উৎসব কে র্স্বাথক ও আনন্দ মুখর করে তুলতে সবোর্চ্চ চেষ্টা

করছেন সংশ্লিষ্টরা। প্রতিটি এলাকার মন্ডপে মন্ডেপে ঢাকের

বোল,মন্ত্র ও চ-ীপাঠ,কাসঁর ঘন্টা,শঙ্খধবনিতে বিরাজ করছে

উৎসবের সাজ সাজ রব। এবার ধর্মবর্ন নির্ভেশেষে সবার কাছে

আকর্শনীয় করে তুলতে প্রতিমা তৈরিতে

সৌন্দর্য,চাকচিক্য,ভিন্নতা মধ্য দিয়ে সর্বাধিক প্রশংসার

অধিকার লাভ করার জন্য প্রতিটি মন্ডপের কারু শিল্পী ও মন্ডব

সংশ্লিষ্টরা সর্বচ্চো চেষ্টা করেছেন। এবার আকর্শনীয় করার জন্য

মন্ডপের সাজ-সজ্জাতেও রয়েছে ভিন্নতা। দেবী দূর্গার পাশা পাশি

লক্ষী,সরস্বতী,গনেশ,অসুর,মহিষ,কার্তিক,সিংহের মৃন্ময় মূর্তি

তৈরিতে আনা হয়েছে আধুনিকতার চমক। কোন মন্ডপে দেবী

দূর্গার এবারের আগমন ও গমননের প্রতীকী ঘটনা সহ

পৌরাণিক কাহিনী ও দেব রাজ্যের নানা কল্পকাহিনী নানা আদলে

ফুটিয়ে তুলার চেষ্টা চলছে বিদ্যুৎতের সাহায্যে। জানাযায়-এবার

সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলা ও ৪টি পৌরসভায় ৩শতাধিক

মন্ডপে দূর্গাউৎসব অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সুনামগঞ্জ

পৌরসভায় ২২টি,পৌর সভার বাহিরে সদর উপজেলার ১৭টি,দক্ষিন

সুনামগঞ্জ উপজেলায় ১৭টি,জগন্নাথপুর উপজেলায়

২২টি,জগন্নাথপুর পৌরসভায় ৫টি,ছাতক উপজেলায়

১৮টি,ছাতক পৌরসভায় ১২টি,দিরাই উপজেলায় ৫১টি,দিরাই

পৌরসভায় ৫টি,ধর্মপাশায় ১৩টি,মধ্যনগরে

২১টি,বিশ্বাম্ভরপুরে ১৭টি,দোয়ারা বাজারে ১৭টি,জামালগঞ্জে

৪৫টি,তাহিরপুরে ২৪টি, শাল্লায় ২৯টি এবং মধ্যনগড় থানায়

২৭টি পূজা মন্ডপে দূর্গোউৎসব পালিত হচ্ছে। এর মধ্যে ৬৯টি

পূজা মন্ডপ ঝুঁিকপূর্ন,কম ঝুঁিকপূর্ন ১১১টি মন্ডপ,ঝুকিঁ

মুক্ত ১৭১টি। দেশের অন্যান্য স্থানের মত জেলার তাহিরপুর উপজেলার

৭টি ইউনিয়নে মধ্যে তাহিরপুর সদর,বাদাঘাট

বাজার,বালিজুরি,শ্রীপুর,আনোয়ারপুর,সীমান্ত এলাকা

চাঁনপুর,বড়ছড়া,লাউড়েরগড়,বাগলী,জেলা সদরের নরায়নতলা সহ

প্রতিটি মন্ডপে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আর এই সব

মন্ডপে প্রতি বছরের মত এবারও জেলা,উপজেলা পরিষদ,উপজেলা

প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে শান্তি

শৃংখলা রক্ষায় কঠোর নিরাপ্তা ব্যবস্থা। দূর্গা পূজাকে

শান্তিপূর্ন,সুশৃংখল ও উৎসব মুখর করার জন্য উপজেলার পূজা

উদযাপন কমিটি সহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গদের

নিয়ে যে কোন বিশৃংখলা এরাতে প্রত্যেক পূজা মন্ডবে

পুলিশ,পুরুষ,মহিলা আনসার সদস্য,সেচ্ছা সেবক দল ও সীমান্ত

এলাকায় বিজিবি সদস্যরা পূজা উৎযাপন কমিটির সাথে

সমন্বয় করে আইনশৃংখলা রক্ষায় কাজ করছে। তাহিরপুর উপজেলার

শারদীয় সর্বজনিন দূর্গোউৎসব মধ্য তাহিরপুর(খলাহাটি)পূজা

উদযাপন পরিষদের সভাপতি রমেন্দ্র বর্মন নীলু,সাধারন সম্পাদক

সত্যময় বমর্ন ও কোষাদক্ষ্য শ্যামল বর্মন জানান,এবার আমাদের

প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপূজা ব্যাপক উৎসাহ উদ্দিপনার

মধ্যে দিয়ে পালিত হচ্ছে। আমরা আমাদের এই উৎসব শুষ্ট ও শুশৃংখল

ভাবে শুরু করেছি আশা করি ভাল ভাবে শেষও করতে পারব। আইন

শৃংখলা রক্ষাকারী বাহিনী সহ সবার সবাতর্œক সহযোগীতা

পেয়েছি। তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান

কামরুল জানান-সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎসব

দূর্গাপূজা সুশৃংখল ও শান্তি পূর্ন রাখতে আমার উপজেলা

পরিষদর পক্ষ থেকে সর্বাতক চেষ্টা করছি। আশা করি এবারের

দূর্গা পুজা আনন্দ মুখর ও শুষ্ট ভাবেই সম্পন্ন হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451