এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালী সেনবাগে নবীপুর
ইউনিয়নের দেবীশিংপুর গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে ভোর রাতে। এসময় ডাকাতদের
হামলায় ও চুরিকাতঘাতে গৃহকর্তা শরীয়ত উল্যা মাঝি (৮০) সালাহ উদ্দিন (৫৫) ও নাছরিন
আকক্তার সহ ৪ জন আহত হয়েছে। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা
হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। ডাকাতদল এসময় নগদ টাকা
স্বর্নালংকারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করেছে দাবী আহতদের। ক্ষতিগ্রস্থ ও
স্থানীয় জানায়, ভোর রাতে একদল সশস্ত্র ডাকাতদল শরীয়ত উল্যা মাঝির বাড়ীর গেইটের তালা
ও দরজা ভেঙ্গে ঘরের বিতরে প্রবেশ করে, অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে মুখ হাত পা
বেধে পেলে। এসময় আলমিরার চাবি দিতে গড়িমসি করলে ডাকাতরা তাদেরকে ধারালো
অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে। স্থানীয়রা খবর পেয়ে সকালে তাদের
উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। স্থানীয় চেয়ারম্যান আমিন উল্যা বিএসসি
বিষয়টি নিশ্চিত করেন। সেনবাগ থানা ওসি হারুনুর রশিদ জানান, তিনি খবর পেয়ে
ঘটনার স্থল পরির্দশন করেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নোয়াখালী জেনারেল
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদ উদ্দিন হাসপাতালে ৪
জনের ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।