ঝালকাঠি সংবাদদাতাঃ-জেলা শহরের বেশিরভাগ সড়ক চলাচলের অনুপযোগী
হয়ে পড়েছে। সড়কগুলো সংস্কার কাজ করার বছর যেতে না যেতেই এতে খানা
খন্দকের সৃষ্টি হয়েছে। এ সব সড়ক দিয়ে যানবাহন তো দূরের কথা পায়ে
হেঁটে চলাও মুশকিল। জানা গেছে, ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত দেশের প্রচীনতম
এবং প্রথশ্রেণির পৌর তথা জেলা শহর ঝালকাঠিতে মোট সড়ক রয়েছে ৮৮
কিলোমিটার। এর মধ্যে বর্তমানে ৫৬ কিলোমিটারই চলাচলের অনুপযোগী
হয়ে পড়েছে। সবচেয়ে খারাপ অবস্থা শহরের প্রধান সড়ক হিসেবে পরিচিত
হাসপাতাল রোডের। এ সড়কের পাশে রয়েছ ১০০ শয্যার সদর হাসপাতাল,
কালেক্টরেটের কার্যালয়, জেলা কারাগার, জজ কোর্ট, পুলিশ সুপারের
কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, ফায়ার সার্ভিসসহ জেলা শহরের বেশ
কয়েকটি সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস। বছর খানেক আগে
সড়কটি সংস্কার করা হলেও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায়
বর্তমানে এটি জনদুর্ভোগের সড়কে পরিণত হয়েছে বলে অভিযোগ
স্থানীয়দের। একই অবস্থা শহরের বাহের রোড, আড়তদারপট্টি, পোস্ট অফিস
রোড, পালবাড়ি রোডসহ অধিকাংশ সড়কের। এ ব্যাপরে পৌরসভার নির্বাহী
প্রকৌশলী মোঃ আবু হানিফ জানান, সাম্প্রতিক অতিরিক্ত বৃষ্টি ও বন্যায়
শহরের সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্কারের জন্য ১৭৫ কোটি টাকা
প্রয়োজন বলে তিনি জানান। ঝালকাঠি পৌরসভার পৌর মেয়র মোঃ লিয়াকত
আলী তালুকদার জানান, ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারের জন্য মন্ত্রণালয়ের কাছে
বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলেই সংস্কার কাজ শুরু করা হবে।