সেলিম হায়দার,তালা
তালা উপজেলার সদর ইউনিয়নে হতদরিদ্রের মাঝে সূলভ মূল্যে দশ টাকা কেজি দরে চাল বিক্রয়
কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। তালা সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে শনিবার
বিকালে তালা উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের
সভাপতি সরদার জাকির হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও ফেয়ারপ্রাইজের দশ
টাকা দরে চাউলের কার্ড উদ্ধোধন করেন সাতক্ষীরা-১(তালা- কলারোয়া)আসনের সংসদ
সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ।
উপজেলার ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে
বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,উপজেলা নির্বাহী অফিসার মোঃ
ফরিদ হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক রফিকুল ইসলাম,জেলা আওয়ামীলীগের উপ-
প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তালা থানা সেকেন্ড অফিসার ওহিদজ্জামান, জেএসডির
কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান,তালা সদর ইউনিয়নের সভাপতি শাহাবুদ্দীন
বিশ্বাস,সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খাঁ, তালা থানা শ্রমীক দলের সাধারণ সম্পাদ
সেলিম হোসেন, শ্রমিকলীগ নেতা শফিউর রহমান ডানলাপ প্রমুখ বক্তৃতা করেন। এসময়
আরও উপস্থিত ছিলেন ৯টি ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি,সাধারণ সম্পাদক,ইউপি
সদস্যবৃন্দ।
প্রকাশ,তালা সদর ইউনিয়নে ১হাজার ৬’শ ৪৪ জন কার্ডধারীর ১০টাকা কেজি দরে প্রতি
মাসে ৩০ কেজি চাউল নির্দিষ্ট ডিলারের কাছ থেকে কিনতে পারবেন।