আশা জাগিয়েও পারলো না বাংলাদেশ। ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে এমন সুযোগ বারবার আসে না। তিন শতাধিক রানের টার্গেট ব্যাট করতে নেমে ইমরুল-সাকিবের ব্যাটে জয়ের ক্ষণ গুনছিলও টাইগাররা। তারপরের চিত্রটা শুধুই দুঃস্বপ্নের। ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত প্রত্যাশিত জয়ের ম্যাচটি হারে রূপ নেয়।
তাইতো সাকিব-তামিমদের ভুল শুধরে দিতে দ্বিতীয় ওয়ানডের আগে টিম ম্যানেজম্যান্টের বৈঠকে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। টাইগারদের দায়িত্বশীল ইনিংস খেলার পরামর্শ বোর্ড সভাপতির।
নাজমুল হাসান পাপন বলেন, ‘কেউই ভাবেনি যে আমরা এই ম্যাচ হারতে পারি। রান রেট ৫ এর নিচে ও হাতে ছয়টি উইকেট। সিঙ্গেল সহজেই নেয়া যাচ্ছিল আর সেটা করতে পারলেই আমরা জিততে পারতাম। এখানে বড় শট খেলার কোন প্রয়োজনই ছিল না।’
‘আমি বলেছি, শেষের দিকে যারা ব্যাট করো তাদের শেষ করে আসতে হবে। ঝুঁকিপূর্ণ শট খেলার দরকার নেই। এই দায়িত্বটা তোমরা নিলে আমরা কোনো ম্যাচই হারবো না।’-যোগ করেন পাপন।
কথায় আছে। ক্যাচ মিস তো ম্যাচ মিস। প্রথম ওয়ানডেতে টাইগারদের গা ছাড়া ফিল্ডিং হতাশ করেছে সমর্থকদের। অন্তত ৩০ রান কম হলে তা মাশরাফিদের জয়ের পথ সুগম হতো।
পাপন বলেন, ‘আমরা অনেক খারাপ খেলেছি। আপনারাই বলেন ওমন তিনটি ক্যাচ কেউ ফেলে! এমন বাজে বাংলাদেশর ফিল্ডিং আমরা গেল দেড় দুই বছরে দেখিনি।’
একাদশে খুব বেশি পরিবর্তনের ব্যাপারে পক্ষপাতী নন নাজমুল হাসান। তার প্রত্যাশা প্রতিপক্ষের শক্তিমত্তাকে মাথা থেকে ঝেড়ে ফেলে ভয় ডরহীন ক্রিকেট খেলবে টিম বাংলাদেশ।
টিম বাংলাদেশ যতবারই চড়াই-উতরাইয়ের মধ্যে পড়েছে, বিসিবি সভাপতি নাজমুল হাসান চেষ্টা করেছেন মাশরাফিদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে। দেখার বিষয়, তার পরামর্শে এবার ইংলিশদের বিপক্ষে টিম বাংলাদেশের কামব্যাক করা।