প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের চিরিরবন্দর উপজেলার আমতলী নামক
স্থানে কোচের সাথে অটো বাইকের মুখোমুখি সংঘর্ষে সিয়াম (১০) নামের এক শিশুর
ঘটনাস্থলের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় নিহত শিশুর মা-বাবা গুরুতর আহত হয়েছে। নিহত
সিয়াম বিরল উপজেলার চাতারীপাড়া গ্রামের নূরুন্নবীর ছেলে।
এদিকে দুর্ঘটনার পরপরই এলাকাবাসী ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। এতে এ সড়ক পথে
সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে কোচ চালককে গ্রেফতারের
আশ্বাস দিলে বিক্ষুদ্ধ এলাকাবাসী অবরোধ তুলে নেয়।
প্রত্যক্ষদর্শীরা ও নিহত সিয়ামের পিতা নূরুন্নবী বলেন, নিজস্ব অটো বাইক নিয়ে শ্বশুর
বাড়ি ফুলবাড়ীতে বেড়াতে যাবার পথে আমতলী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা হানিফ
এন্টারপ্রাইজ নামের কোচ তাদের অটো বাইকে ধাক্কা দিলে অটো বাইকটি দুমড়ে মুচড়ে
যায়। এতে তাদের শিশু সন্তান সিয়াম আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তবে স্ত্রী
খাদিজা বেগমকে মুমুর্ষূ অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হয়েছে।
দুর্ঘটনার পরপরই কোচের চালক কোচটি নিয়ে পালিযে যান।