সাভার প্রতিনিধি ঃ
ঢাকার উপকণ্ঠ সাভারে একটি বাড়ির ছাদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সকালে সাভার পৌর এলাকার ইমান্দিপুর মহল্লায় সামছুল নাহারের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম আরিফ মিয়া (৩০)। তিনি ইমান্দিপুর এলাকার হযরত আলীর ছেলে।
আরিফের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। নিহত আরিফের চাচাতো ভাই আবদুর রাজ্জাকের দাবি, ভোররাতে আরিফকে দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করে লাশ সামছুল নাহারের দোতলা বাড়ির ছাদে ফেলে রেখে যায়।
এদিকে, ওই বাড়িতে চুরি করতে এসে বাড়ির ওপর দিয়ে যাওয়া সাড়ে ১২ হাজার ভোল্ট বিদ্যুৎ লাইনে জড়িয়ে আরিফ মারা গেছেন বলে পুলিশকে জানান বাড়িটির মালিক সামছুল নাহার।
তবে স্থানীয়দের অভিযোগ, ওই বাড়িতে কয়েকজন যুবক একসঙ্গে নেশা করে। পরে নিজেদের মধ্যে কথাকাটাকাটির জের ধরে আরিফকে হত্যা করে লাশ বাড়ির ছাদের ওপরে রেখে পালিয়ে যায় অন্যরা।
পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আরিফের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ওই যুবকের সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক ফজলুল হক জানান, নিহত ওই যুবকের সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার পর মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।