বাংলাদেশ দলে একটি পরিবর্তন; মোশাররফ হোসেনের বদলে একাদশে ফিরেছেন নাসির হোসেন। ইংল্যান্ড দল অপরিবর্তিত আছে।
এর আগে গতকাল দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে টাইগাররা। সেই সঙ্গে প্রথম ম্যাচের ভুল শুধরে খেলতে পারলে এখনো সিরিজ জেতা সম্ভব বলে মনে করেন তিনি।
বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ।