দেশে জঙ্গি নিধনের নামে জনগণকে ধোঁকা দিয়ে সরকার নাটক করছে; যা মানবতাবিরোধী অপরাধ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার মাহবুব হোসেন।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে এ কথা বলেন তিনি।
অ্যাড. খন্দকার মাহবুব হোসেন বলেন, এজন্য ক্ষমতাসীন সরকারকে একদিন আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি হতে হবে।
তিনি আরও বলেন, গতকাল জঙ্গি অভিযানে ১৩ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে। তারা কি এতই শক্তিশালী যে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে জীবিত গ্রেফতার করতে পারলো না। তাদের উদ্দেশ্যটা কি?
‘দেশে জঙ্গি নিধনের নামে জনগণকে ধোঁকা দিয়ে সরকার নাটক করছে। একদিন এমনও দিন আসতে পারে যে বিনা বিচারে হত্যা করায় তাদেরকে একদিন আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি হতে হবে।’