মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:- দিনাজপুরের ফুলবাড়ীতে পূজামণ্ডপের সংযোগ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সঞ্জয় মইশা মন্ডল (২৫) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। নিহত সঞ্জয় মইশা মন্ডল উপজেলার শিবনগর ইউপির কুমারপুর গ্রামের ভিম মইশা মন্ডলের ছেলে।
৯ই অক্টোবর (রবিবার) সকাল ৭টায় উপজেলার শিবনগর ইউপির মহেশপুর পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পূজামণ্ডপের মাইকে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন পল্লী চিকিৎসক সঞ্জয় মইশা। আহত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার আব্দুর রউফ সঞ্জয়কে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদ আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।