জাহাঙ্গীর আলম ভূঁইয়া,সুনামগঞ্জ
সুনামগঞ্জের তাহিরপুরে ভারতীয় মদ সহ সাবেক ইউপি মেম্বার
মুর্শেদ আলম (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলা উত্তর
বড়দল ইউনিয়নের চরাগাঁও গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে। পুলিশ ও
স্থানীয় সুত্রে জানাযায়,আজ রবিবার রাত ১টার সময় গোপন
সংবাদের বিত্তিত্বে বাদাঘাট ক্যাম্প ইনচার্য এসআই একেএম
জালাল উদ্দিন ও এএসআই ফরহাদ আলীর নেতৃত্বে একদল পুলিশ
সদস্য নিয়ে উত্তর বড়দল ইউনিয়নের জালালপুর-বাগগাঁও এলাকা
থেকে গোপন সংবাদের বিত্তিতে ৪০বোতল ভারতীয় মদ সহ তাকে
আটক করে। এব্যাপারে এএসআই ফরহাদ আলী বাদী হয়ে তাহিরপুর
থানায় আজ রবিবার সাড়ে দশটায় মুর্শেদের বিরোদ্ধে মামলা দায়ের
করেছেন। তাহিরপুর থানা ওসির দায়িত্বে থাকা এসআই নরুল
ইসলাম জানান,আসামীকে আজ মামলা দিয়ে সুনামগঞ্জ পাঠানো
হয়েছে।