সোহেল রানা,(দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরে ৫টি রাস্তা সংস্কারের জন্য
৩ কোটি টাকা বরাদ্দ প্রদান করেছে সড়ক ও জনপথ বিভাগ।দিনাজপুর সড়ক ও জনপথ
বিভাগের নির্বাহী প্রকৌশলী মো:সুরুজ মিয়া জানান,স্রম্পতি জলাবদ্ধতা ও
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাস্তা গুলো মেরামতের জন্য এই বরাদ্দ প্রদান করা
হয়েছে।দিনাজপুর-গোবিন্দগন্জ আন্চলিক সড়ক,ফুলবাড়ি-রংপুর আন্চলিক
সড়ক,দিনাজপুর-ঠাকুরগাঁও এবং পন্চগড়,দিনাজপুর-রংপুর মহাসড়কের ক্ষতিগ্রস্ত
স্থান যানবাহন চলাচলের উপযোগী করতে জরুরি মেরামতের জন্য ৩ কোটি টাকা
বরাদ্দ প্রদান করা হয়।ক্ষতিগ্রস্ত স্থান গুলো ১২টি প্যাকেজে মেরামত
সম্পূন করতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।চলতি মাসেই দরপত্রের মাধ্যমে ঠিকাদার
নিয়োগ করে আগমী ২৫ অক্টোবর থেকে মেরামত কার্যাদেশ প্রদান করা হবে।আগামী
নভেম্বর মাসের মধৌ মেরামত কাজ সম্পূন করতে সময়সীমা বেধে দেওয়া
হবে।ক্ষতিগ্রস্ত রাস্তার মেরামত সম্পূন হলে যানবাহন চলাচলের সমস্যার জোট
খুলবে।তিনি আরো জানান,চলতি বছর ডিসেম্বর থেকে জেলার সড়ক ও জনপথের ৭টি
রুটে নতুন করে রাস্তা সংস্কার ও সম্প্রসারণ করতে ২০ কোটি টাকার চাহিদা
পত্র সড়ক ও জনপথ অধিদপ্তরে প্রেরন করা হয়েছে।