সোহেল রানা,(হিলি) দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগন্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট
মো:বজলুর রশীদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাল্য বিবাহ পড়ানোর অভিযোগে
এক ইমামকে ১৫ দিনের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন।রবিবার(০৯ অক্টোবর)
সন্ধ্যায় এই দন্ড প্রদান করা হয়।দন্ডপ্রাপ্ত ইমাম হলেন,৯নং কুশদহ ইউপির
দেবীপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে শফিউল ইসলাম(২১)।নবাবগন্জ থানা পুলিশ
জানান,উপজেলার ৯নং কুশদহ ইউপির দেবীপুর গ্রামে রবিবার এক নাবালিকার বিয়ে
হচ্ছে এমন সংবাদ পেয়ে থানা পুলিশ বিয়ে বাড়িতে উপস্থিত হন।এমন সময় পুলিশের
উপস্থিতি টের পেয়ে বর পক্ষ এবং কনের বাবা পালিয়ে যায়।এরপর ওই গ্রামে
নাবালিকার বিয়ে পড়ার অভিযোগে ইমাম শফিউলকে আটক করা হয় এবং ওই দিনই
ভ্রম্যমান আদালত তাকে এই দন্ড প্রদান করেন।