সোহেল রানা,(হিলি) দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় আজ
সোমবার(১০ অক্টোবর) আনুমানিক বেলা ১২টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে ঘোড়াঘাট
এলাকার নিতাইশাহ মোড়ে দিনাজপুর থেকে একটি মালবাহী ট্রাক(যশোর-ল-১১-২০৩৮)
ঢাকার উদ্দেশে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী কোচ এম
এর(ঢাকামেট্রো-ব-১১-০৮৪০) এর সাথে মুখোমুখি সংর্ঘষে ট্রাক চালক ইলিয়াস
আলী ঘটনাস্থলেই মারা যায়।নিহত ট্রাক চালক ফরিদপুর জেলার মদদ থানার
দবতরিয়া গ্রামের জয়নাল আলীর ছেলে ইলিয়াস আলী(৩৬)।এঘটনা ঘটনা ঘটার পর
মহাসড়কে কিছুক্ষন যানবাহন চলাচল বন্ধ ছিল। ঘোড়াঘাট থানা পুলিশ দ্রুত
ঘটনাস্থলে পৌছে লাশ নিয়ন্ত্রনে নেয় এবং পরিস্থিতি স্বাভাবিক করার পর
যানবাহন চলাচল শুরু করে।