সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ ও ১টি টেস্ট খেলতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও ইংল্যান্ড ক্রিকেট দল।
সোমবার বিকেলে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হোটেল রেডিসন ব্লু’তে ওঠেন দু’ দলের খেলোয়ার ও কর্মকর্তারা।
চট্টগ্রামে ১২ অক্টোবর তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। একই মাঠে ২০ অক্টোবর প্রথম টেস্টে মুখোমুখি হবে দু’ দল।
এর আগে বিসিবি সহ-সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন জানান, বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের চট্টগ্রামের ম্যাচগুলো সুষ্ঠুভাবে আয়োজনে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। সকালে বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় সভায় তিনি এ কথা জানান।
এতে জানানো হয়, দু’ দেশের খেলোয়াড়দের ভিভিআইপি নিরাপত্তা দেয়া হবে।
এসময় চট্টগ্রাম জেলা প্রশাসক শামসুল আরেফিনসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা ছিলেন।