নারায়নগঞ্জ প্রতিনিধি ঃ নারায়নগঞ্জে রূপগঞ্জে পুলিশ পরিচয়ে চালকহেলপারকে
অে ̄¿র মুখে জিম্মি করে সুতা বোঝাই কভার্ডভ ̈ান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
পুলিশ ছিনতাই হওয়া কভার্ডভ ̈ান উদ্ধার করেছে। গত বৃহ ̄úতিবার মধে ̈ রাতে
উপজেলার রাজধানীর ডেমর এলাকা থেকে কভার্ডভ ̈ান উদ্ধার করা হলেও সুতা উদ্ধার
করতে পারেনি পুলিশ।
মামলার বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপ্লপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান,
গত রোববার ভোরে গাজীপুর জেলার শ্রীপুর থানার ভাংনাহাটি এলাকার সিআরসি
টে∙টাইল মিল থেকে ১১০ ব ̄Íা সুতা বোঝাই কভার্ডভ ̈ান নারায়ণগঞ্জের ফতুল্লা
এলাকায় আসতেছিলো। সকাল সাড়ে ৭টার দিকে কভার্ডভ ̈ানটি এশিয়ান হাইওয়ে
(বাইপাস) সড়কের রূপগঞ্জের জিন্দা এলাকায় পৌছাবামাত্র একদল ছিনতাইকারী
নিজেদের পুলিশ পরিচয় দেয়। পরে কাগজপত্র ও তল্লাশির নামে কভার্ডভ ̈ান চালক লতিফ
মিয়া ও হেলপার মাহবুবুর রহমানকে অে ̄¿রমুখে জিম্মি করে ফেলে। এক পর্যায়ে
কভার্ডভ ̈ানটি ছিনিয়ে নিয়ে যায়। পরে নরসিংদীর শিবপুর এলাকা থেকে চালক ও
হেলপারকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় গত বৃহ ̄úতিবার রাতে সিআরসি টে∙টাইল মিলের প্রশাসনিক
কর্মকর্তা আতিকুর রহমান বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ রাজধানীর ডেমরা এলাকা থেকে
কভার্ডভ ̈ানটি উদ্ধার করে। তবে ছিনতাই হওয়া সুতা উদ্ধার করতে পারেনি পুলিশ।
প্রশাসনিক কর্মকর্তা আতিকুর রহমান জানান, সুতা ̧লো ফতুল্লার কুতুবপুর
এলাকার মেটেধা নিটিং, সিদ্ধিরগঞ্জের চিটাংরোড এলাকার বেষ্ট টে∙টাইল, ̧দনাইল
এলাকার নীট কনসার্ন, টানবাজারের এসকে টেধডিং, রাজধানীর শ ̈ামপুর এলাকার
অ ̈ামে∙ নিটিং অ ̈ান্ড ডাইংয়ে পৌছানোর কথা। সময় মতো না পৌছানোর পর
ছিনতাইয়ের বিষয়টি তারা নিশ্চিত হন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপধাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন,
ছিনতাই হওয়া সুতা উদ্ধারসহ ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।