নারায়নগঞ্জ প্রাতিনিধি ঃ নারায়নগঞ্জের রূপগঞ্জে রিপন (৪০) নামে এক বাস
চালককে হত ̈া করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । গত
বৃহ ̄úতিবার রাতে উপজেলার আধুরিয়া এলাকায় সেজান জুস ফ ̈াক্টরির সামনে ঘটে
এ ঘটনা । রিপন মিয়া উপজেলার সাওঘাট এলাকার তোফা৩⁄৪ল হোসেনের ছেলে ।
বাস চালক রিপন মিয়া জানান, রাত ১০টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে অজ্ঞাত
২০/৩০ জন সন্ত্রাসী বাসের সামনে এসে গতিরোধ করে । এসময় গাড়ির হেলপার
শিমুল ও শফিকুল গাড়ি থামানোর কারন জিজ্ঞাসা করলে সন্ত্রাসীরা তাদের থাকা
দেশীয় অ ̄¿শ ̄¿ দিয়ে অতর্কিত রিপন ও তার হেলপার শিমুল ও শফিকুলকে
এলোপাতারিভাবে পিটিয়ে আহত করা হয়। এক পর্যায় সন্ত্রাসীরা বাস চালক
রিপনকে হত ̈ার চেষ্টা চালায় । এসময় সন্ত্রাসীরা পধায় ১৯ হাজার টাকাসহ দুটি
মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায় । তাদের চিৎকার শুনিয়া আশ্লেপাশের লোকজন
এগিয়ে আসলে সন্ত্রাসীরা রিপনকে হত ̈ার হুমকি দিয়ে পালিয়ে যায়। এ ব ̈াপারে
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, এ ধরনের ঘটনার কোন
অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব ̈ব ̄’া গ্রহন করা হবে।