আজম সরকার,আশুলিয়া থেকেঃ আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার
শ্রমিকরা বন্ধ কারখানা খোলার দেওয়াসহ ছাটাইকৃত শ্রমিকদের পুনরায় কাজে
পুনঃবহালের দাবিতে হাতে লাল পতাকা নিয়ে অবস্থান কর্মসূচি পালন করে ওই
কারখানার শ্রমিকরা।
মঙ্গলবার সকালে আশুলিয়ার বাইপাইল করিম সুপার মার্কেটের সামনে আনজির
এ্যাপারেলস লিমিটেড ইউনিট-২ এর কয়েক শত শ্রমিক এই অবস্থান কর্মসূচি পালন
করে।
অবস্থান কর্মসূচি থেকে শ্রমিকরা জানায়, আশুলিয়ার বলিভদ্র এলাকায় অবস্থিত
আনজির এ্যাপারেলস লিমিটেড ইউনিট-২ হঠাৎ করে গত কোরবানীর ঈদের আগে
অবৈধভাবে বন্ধ করে দেয় মালিক কর্তৃপক্ষ। এছাড়া মালিক কর্তৃপক্ষ কোন
নিয়মনিতীর তোয়াক্কা না করেই শ্রমিকদের ছাটাই করেন। এমতাবস্থায় বেকার হয়ে
পড়ে মানবেতন জিবন-যাপন পা লন করতে হচ্ছে শ্রমিকদের।
তাই শ্রমিকরা অবৈধভাবে বন্ধ করে দেওয়া কারখানাটি খুলে দেওয়াসহ ছাটাইকৃত
শ্রমিকদের পুনরায় কাজে বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। দাবী
আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলেও জানান শ্রমিকরা।