ইংল্যান্ডের সঙ্গে তৃতীয় ওয়ানডেতে বুধবার মাঠে নামার আগে আন্তর্জাতিক ওয়ানডেতে তামিম ইকবালের মোট রান ছিল ৪৯৬২। ৫ হাজার ক্লাবের মেম্বার হতে দরকার ছিল ৩৮ রান।
খেলায় নিজের ফিফটি না হলেও ৪৫ রান করে ৫ হাজার ক্লাবে ঢুকলেন তিনি। তামিমের মোট রান এখন ৫০০৭।
১৫৯ ম্যাচ খেলে প্রথম বাংলাদেশি হিসেবে এ কৃতিত্ব অর্জন করলেন তামিম। আর চট্টগ্রামের ছেলে তামিম এটা করলেন বাড়ির মাঠে।
তামিমের ৫০০৭ রানে আছে ৭ সেঞ্চুরি এবং ৩৩ হাফ সেঞ্চুরি।
আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে তামিম ইকবালের সর্বোচ্চ রান ১৫৪।