মোঃ আশিকুর রহমান(টুটুল)
জেলা প্রতিনিধি নাটোর :
দেশ ব্যাপি জঙ্গী ও সন্ত্রাস দমনে পুলিশের বিশেষ অভিযানের শেষ দিনে নাটোর জেলার
বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৭ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে
জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন
থানায় মামলা ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীর নাম রয়েছে। এ নিয়ে বিশেষ অভিযানে
নাটোর জেলায় মোট ৩২৮ জনকে আট করা হলেও কোন জঙ্গি আটক হয়নি। তবে
কয়েকজন জামায়াত নেতা আটক করা হয়েছে যারা বিভিন্ন মামলার ওয়ারেন্টি আসামী
।নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, নিয়মিত
অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো
হয়। রাতব্যাপী এই অভিযানে ২৭ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে নিয়মিত
মামলা ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী রয়েছে। এছাড়াও সরকারী নিষেধাজ্ঞা অমান্য এবং
প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া সড়কে মোটরসাইকেল চলাচলকারীদের তল্লাশী করে ৫ টি
মোটরসাইকেল জব্দ করা হয়।