সোহেল রানা,(হিলি) সংবাদদাতা:দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে
আজ বৃহস্পতিবার(১৩ অক্টোবর) হিলি সিপি ৩ মাথা মোড়ে অবস্থান কালে ৬ হাজার
ভারতীয় রুপি ও বাংলাদেশী ৬৯ হাজার টাকা সহ এক বাংলাদেশীকে আটক করেছে হিলি
বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা।আটকৃত বাংলাদেশী ব্যক্তি হলেন,ঐ উপজেলার
ধরন্দ(ফকিরপাড়) মহল্লার মৃত গেদুমিয়ার ছেলে সুলতান(৫৫)।হিলি বিজিবি
বাসুদেবপুর(বিওপি) ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো: মোস্তফা
সত্যতা নিশ্চিত করে বলেন,আজ বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে হিলি সিপি
মোড় এলাকা থেকে ঐসব ভারতীয় রুপিসহ সুলতানকে আটক করা হয়।