প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী নবাবগঞ্জের মতিহারা বাজার নামক স্থানে
গতকাল শুক্রবার ভোর ৪টায় পাথর বোঝাই ট্রাক উল্টে পাথর চাপায় ঘটনাস্থলেই ২জন
মাছ ব্যবসায়ির মৃত্যুসহ ১৫জন আহত হয়েছেন।
নিহত মাছ ব্যবসায়িরা হলেন, কিশোরগঞ্জের ইটনা উপজেলার কালীপুর
গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল মান্নান (৩৫) ও তাজুল ইসলামের ছেলে
শাহাজাহান (২৬)। একই এলাকার আহত মাছ ব্যবসায়িদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা ও আহতরা জানান, ইলিশ মাছের ব্যবসার সুবাদে তারা ২১দিন
আগে ঠাকুরগাঁও মাছের মোকামে আসেন। সেখান থেকে বিভিন্ন এলাকার
মাছ ব্যবসায়িদেরকে কাছে সরবরাহকৃত মাছের বাকি বকেয়া নিয়ে বাড়ি
ফেরার জন্য গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে সাড়ে ১১টায় পঞ্চগড় থেকে ঢাকা
গামী পাথর বোঝাই ট্রাকের ওপর চেপে রওনা দেন। তারা একই এলাকার ২৬জন মাছ
ব্যবসায়িসহ ট্রাকের ওপর আগে থেকে অন্তত ২০জন যাত্রী ছিল। ট্রাকটি গতকাল
শুক্রবার (১৪ অক্টোবর) ভোর ৪টায় মতিহারা এলাকায় আসার পরপরই চালক ট্রাকের
নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি সড়কের পার্শ্বের খাদে উল্টে পড়ে। এতে ট্রাক ও
পাথরের নিচে চাপা পড়ে ঐ দুইজন ঘটনাস্থলেই মারা যান এবং অন্তত ১৫জন গুরুতর
আহত হলে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন দুর্ঘটনার বিষয়টি
নিশ্চিত করে বলেন, হতাহতদের উদ্ধার নিয়ে ব্যস্ত থাকায় এ মুহুর্তে বিস্তারিত
কিছুই বলা যাচ্ছে না।