মুন্সিগঞ্জ প্রতিনিধি:
টঙ্গীবাড়ী উপজেলার বেতকা কান্দাপাড়ায় মটর সাইকেল দুর্ঘটনায় আহত স্কুল ছাত্রী সুমাইয়া আক্তার মারা যাওয়ার ঘটনায় বৃহস্পতিবার সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত টঙ্গীবাড়ী-ঢাকা সংযোগ সড়কের কুন্ডের বাজারে কয়েকশত এলাকবাসী এবং নিহত সুমাইয়ার স্কুল ছাত্র-ছাত্রীরা রাস্তার উপর অবস্থান নিয়ে যান-চলাচল বন্ধ করে দেয়।
এতে রাস্তার দু পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ উপস্থিত হয়ে অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে এলাকবাসী ও ছাত্রছাত্রীরা অবরোধ তুলে নেয়। ৮ দিন মৃত্যূর সাথে পাঞ্জা লড়ে ঢাকা পপুলার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বুধবার মৃত্যুর কোলে ঢলে পরে সুমাইয়া।
বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীার্থী সুমাইয়া আক্তারের মুত্যুতে তার সহপাঠীদের মধ্যে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। গত ৫ অক্টোবার স্কুল থেকে বাড়ি ফেরার সময় বেতকা-ঢাকা সড়কের কান্দাপাড়া গ্রামের আবুল মেম্বারের বাড়ির কাছে তাকে একটি মটর সাইকেল চাপা দেয়। স্কুল ড্রেস পরা ওই কিশোরী রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পরেন। তার মাথায় আঘাত লাগে।
প্রত্যদর্শীদের বরাত দিয়ে বিদ্যালয়টির পরিচালনা পরিষদের সদস্য তারিক আল হাসান লিউ জানান, এরএফ এল কোম্পানীর দু’জন মাঠ কর্মী দুই মটরসাইকেল নিয়ে চলন্ত অবস্থায় কথা বলছিল। এ সময় একটি মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ দিয়ে হাটতে থাকা ওই স্কুল ছাত্রীর উপর তুলে দেয়। অবস্থা বেগতিক দেখে পরে তারা ঘাতক মটর সাইকেলটি ফেলে পালিয়ে যায়।
ঘাতক মটর সাইকেলটি বেতকা ইউপি চেয়ারম্যানের জিম্মায় রয়েছে। সুমাইয়া পার্শ্ববর্তী দণি রায়পুরা গ্রামের সেকান্দর হাওলাদারের একমাত্র কন্যা। কাতার প্রবাসী পিতা সেকান্দর হাওলাদার একমাত্র কন্যার দুর্ঘটনার খবরে দেশে ছুটে এসেছেন। তাঁর কন্যাকে বাঁচিয়ে রাখতে সবরকম প্রচেষ্টা চালান তিনি। কিন্তু একমাত্র কন্যা হারানোর শোকে ওই পরিবারের সদস্যরা এখন দিশেহারা।
তাদের আহাজারিতে এলাকার বাতাশ ভাড়ি হয়ে উঠেছে। বৃহস্পতিবার সকালে কুন্ডের বাজার পূর্ব কান্দাপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। টঙ্গীবাড়ী থানার ওসি আলমগীর হোসাইন জানান, এখনও অভিযোগ হয়নি। অভিযোগ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।