গুরুদাসপুর প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে অনুমোদনহীন মানবাধিকার সুরক্ষা সোসাইটি ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার
(ইনসাফ) ভূঁয়া চেয়ারম্যান শহিদ চৌধুরীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার অফিস থেকে
বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়। বৃহস্পতিবার পৌর সদরের কর্মকারপাড়ার ভাড়াবাড়ি থেকে তাকে গ্রেফতার
করা হয়। শহিদ উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ওসমান গণির ছেলে।
ভাড়াবাড়ির মালিক ফাত্তাহ তানভির জানান, মাস খানেক আগে ওই ভূঁয়া চেয়ারম্যান মানবাধিকার অফিস
করার জন্য তার বাড়ির নিচতলার পাঁচটি কক্ষ ভাড়া নেন। ভাড়া দেয়ার পর চেয়ারম্যানের আচরন সন্দেহজনক হওয়ায়
সংস্থার ঢাকা প্রধান কার্যালয়ে খোঁজ নিয়ে জানতে পারেন ওই নামে মানবাধিকারের কোন সংস্থা বা
চেয়ারম্যান নেই। বিষয়টি তিনি গুরুদাসপুর থানায় অবগত করেন।
পুলিশ জানান, শহিদ নিজেকে মানবাধিকার বাস্তবায়ন ও মানবাধিকার সুরক্ষা সোসাইটি নামের দুইটি
সংস্থার চেয়ারম্যান দাবি করে মাসখানেক ধরে অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করে আসছিল। ওই অফিসে
একজন মহিলা এ্যাকাউন্টস অফিসার, পাঁচটি অফিস সহকারী পদে সুদর্শন মহিলাদের আবেদনের জন্য
উপজেলার সর্বত্র পোষ্টার লিফলেট লাগায়। বিভিন্ন নির্যাতিত, অবহেলিত ও দুস্থ্য মানুষদের সহায়তা দেয়া
হবে মর্মে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। সেই সূত্রে অনেকেই ওই অফিসে সালিশ নিয়ে গেলে ভুক্তভোগিদের
কাছ থেকে দশ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিতেন ওই ভূঁয়া চেয়ারম্যান। গুরুদাসপুর থানার ওসি দিলীপ
কুমার দাস জানান, তার বিরুদ্ধে থানায় প্রতারনা মামলা দায়ের করা হয়েছে।