পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছা থেকে নিখোঁজ শিশু ইয়াসিন (৭) এর গত দু’দিনেও সন্ধান পাওয়া যায়নি।
তার সন্ধান চেয়ে শুক্রবার সকালে পরিবারের পক্ষথেকে এলাকায় মাইকিং করা হয়েছে। নিখোঁজ
ইয়াসিন পাইকগাছা পৌরসভার ৬নং ওয়ার্ড বাতিখালী গ্রামের ভ্যান চালক জাহাঙ্গীর গাজীর
ছেলে। ‘মা’ মালেকা বেগম জানান, বুধবার রাত ৮টার দিকে শিশুপুত্র ইয়াসিন কাউকে কিছু
না জানিয়ে বাড়ী থেকে বেরিয়ে পড়ে। এ সময় তার পরণে ছিল, লাল চেকের জামা, ফুল প্যান্ট এবং
পায়ে ছিল কমলা রংয়ের স্যান্ডেল। পরে গত দু’দিন বিভিন্ন স্থানে খোঁজা খুজি করেও তাকে
পাওয়া যায়নি। এ ব্যাপারে কোন স্বহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে ০১৭৯৪-০৭২৮৭৮ মোবাইল
নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন পিতা জাহাঙ্গীর গাজী।
এম/এইচ