রামগঞ্জ উপজেলা প্রতিনিধি:
রামগঞ্জ উপজেলার শতবছরের পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান পানিয়ালা সরকারী
প্রাথমিক বিদ্যালয়। মানসম্মত শিক্ষার পাশাপাশি কমলমতি
শিক্ষার্থীদেরকে উন্নত জীবন-যাপন,খেলা-ধূলা ও বিণোদন সহ
নৈতিক শিক্ষায় নিরলস ভাবে পাঠদান করছে বিদ্যালয় শিক্ষকগণ।
শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আগ্রহ গড়ে তোলার লক্ষ্যে শ্রেণী কক্ষে
শিক্ষার্থীদের মাঝে লেখাপড়া প্রতিযোগীতা সহ নিত্যদিনেই খেলা-
ধূলা ও বিণোদন আয়োজন রয়েছে।
এরই ধারাবাহিকতায় বিগত কয়েকবছর যাবত অত্র প্রতিষ্ঠানে সমাপনী
পরীক্ষায় শতভাগ কৃতকার্য এবং বঙ্গবন্দু গোল্ডকাপ উপজেলা পর্যায়ে
পর পর ৪ বার চ্যাম্পিয়ান,জেলা পর্যায়ে অক্টোম্বর মাসের ১৮ তারিখে
লক্ষ্মীপুর সামাদ স্টেডিয়ামে রায়পুর উপজেলায় চ্যাম্পিয়ন দলের সাথে
খেলবে। ওই দিনেই বঙ্গবন্দু গোল্ডকাপ ফুটবল খেলায় জেলা চ্যাম্পিয়ন
খেলা উদ্বোধন করবেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক,জেলা পুলিশ সুপার,
জনপ্রতিনিধি ও রাজনীতিবিদগণ।
পানিয়ালা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরপর উপজেলা ৪বার চ্যম্পিয়ন
হয়ে জেলা পর্যায়ে ৪বার অংশ গ্রহন করে ১বার চ্যাম্পিয়ন হয়ে
বিভাগীয় পর্যায়ে খেলায় অংশ করছে। বিদ্যালয়
শিক্ষক,অভিভাবক,পরিচালনা কমিটি সহ খেলোয়াড় আশাবাদী এবারও
জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে খেলায় অংশ গ্রহন
করবে।