বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে চীনকে পাশে থাকার আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে চীনের রাষ্ট্রপতি শি জিন পিং এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ আহবান জানান। এ বৈঠকে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
মির্জা ফখরুল আরো বলেন, ‘বাংলাদেশ সবসময় আশা করে, চীন উন্নয়ন কর্মকাণ্ডে সবসময় সহযোগিতা করবে এবং পাশে থাকবে। একই সঙ্গে চীনও আশা করে, বাংলাদেশ তাদের উন্নয়ন কর্মকাণ্ড এবং একই সাথে ভূ-রাজনৈতিক ক্ষেত্রে তারা যে ভূমিকা পালন করছে, বিশেষ করে উন্নয়ন ক্ষেত্রে বাংলাদেশ চীনকে সমর্থন দেবে।