মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর জেলা প্রতিনিধি,
নাটোরের লালপুর উপজেলার ১০নং কদিমচিলান ইউনিয়নের দাইড়পাড়া গ্রামের আব্দুল
লতিফের বসতবাড়ি আগুনে পুড়ে ভস্মিভুত হয়েছে । গত কাল শুক্রবার সন্ধ্যায় বৈদ্যুতিক
গোলজগের কারনে বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে । এই সময় লালপুর ফায়ার সার্ভিস এ
খবর দিলে লালপুর ফায়ার সার্ভিস এর একটি দল এসে আগুন নিয়ন্ত্রনে আনে । আব্দুল লতিফ
দাইড়পাড়া গ্রামের মৃত জয়েন মন্ডলের ছেলে । স্থানীয়ও পরিবার সূত্রে জানাযায়, আগুনে
পুড়ে আব্দুল লতিফের বসতঘর, রান্নঘর,গোয়ালঘর ও ঘরে রাখা মজুদ খাদ্যশস্য ও নগত টাকা ও
স্বর্নালঙ্কার,গবাদিপশু সহ ঘরে রাখা বিভিন্ন প্রকার আসবাবপত্র আগুনে পুরে গেছে ।
যাতে করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান আব্দুল লতিফ। এঘটনায় ১০নং
কদিমচিলান ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা (মাষ্টার) ঘটনা স্থল পরিদর্শন করেন এবং
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সমাবেদনা জানান ।