সেলিম হায়দার,তালা:
বে-সরকারী উন্নয়ন সংগঠন উত্তরণের ওয়াস প্রকল্প আয়োজিত তালা
উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ ফুটবল মাঠে ১৬ দলীয় ফুটবল
টূর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলায় উইলিয়াম বেকহামের সেন্ট মেরি
ক্লাব জয়লাভ করেছে। শনিবার বিকালে অনুষ্ঠিত খেলায় দেশী তারকা ও বিদেশী
খেলোয়ার সমৃদ্ধ সেন্ট মেরি ক্লাব ২-০ গোলের ব্যবধানে বাদুড়িয়া ফুটবল
একাদশকে পরাজিত করে ফাইনালে ওঠে। বিজয়ী দলের পক্ষে সাব্বির ও আব্দুল্লাহ
১টি করে গোল করেন। সমাজসেবক ইয়াকুব আলী বিশ্বাসের সভাপতিত্বে
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণ পরিচালক শহিদুল
ইসলাম। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুল হামিদ
চৌধুরী, সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ আলমগীর
হোসেন, জাতপুর ক্যাম্প ইনচার্জ এএসআই মোঃ আসাদুজ্জামান, তালা
রিপোটার্স ক্লাবের সাধরণ সম্পাদক গাজী জাহিদুর রহমান, উত্তরণ ওয়াশ
প্রকল্পর কর্মকর্তা মোঃ হুমায়ুন রশীদ রিকু, ইউপি সদস্য হাফিজুর রহমান
শিকারী, সমাজসেবক লুৎফর রহমান গোলদার, শাহাদাৎ হোসেন, তৌহিদুল
ইসলাম, সব্যসাচী মজুমদার, মোঃ রেজওয়ান উল্লাহ, আব্দুর রহমান, সংহতি
ক্লাবের মোঃ ফারুক হোসেন, হেদায়েত হোসেন মুকুল প্রমুখ। খেলায়
ম্যান অব দি ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন বিজয়ী দলের সাব্বির হোসেন।
রেফারির দায়িত্ব পালন করেন আজাদ কানন এবং লাইন্সম্যানের দায়িত্ব পালন
করেন সঞ্জয় বিশ্বাস ও শামু। শত শত দর্শক খেলাটি উপভোগ করেন।