ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে ৩১৬ পিস ইয়াবাসহ মা
সালমা বেগম (৩২) ও ছেলে সজীব(২০) কে আটক করেছে গোয়েন্দা
পুলিশ। সালমা ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর গ্রামের নুর
ইসলামের স্ত্রী ।
রবিবার সন্ধ্যা ৬ টায় ঠাকুরগাঁও সদর রোড এলাকায় অভিযান
চালিয়ে তাদের আটক করে।
ডিবি পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘ দিন ধরে ইয়াবা
ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে
তাদের ধরা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩১৬ পিস ইয়াবা উদ্ধার
করা হয়।
ডিবি পুলিশের ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে
বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।।