প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্তে গত শনিবার রাত সাড়ে ৯টায়
বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা, ফেন্সিডিল ও নারিকেল তেল জব্দ
করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ নারীসহ ৫জনকে আটক করা
হয়েছে।
আটককৃতরা হচ্ছে, উপজেলার নন্দিপুর গ্রামের মৃত সাইদুর মাষ্টারের ছেলে
মেহেদী হাসান (৩২), মধ্যবাসুদেবপুর গ্রামের এরফান আলীর ছেলে জহুরুল ইসলাম
(৩০), বাবু মিয়ার স্ত্রী মঞ্জু আরা বেগম (২৯), আব্বাস আলীর স্ত্রী রহিমা বেগম
(৪৫) ও কাজিমুদ্দিনের মেয়ে ইসমত আরা (২২)।
বিজিবি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার গোলাম মোস্তফা বলেন, গোপন
সূত্রে খবর পেয়ে বিজিবি সদস্যরা নন্দিপুর এলাকায় অভিযান চালিয়ে ৮০টি
ইয়াবাসহ মেহেদী হাসানকে আটক করা হয়। একই দিনে ভোরে উপজেলার
জিলাপীপট্টি এলাকায় অভিযান চালিয়ে ৯৯ বোতল ফেন্সিডিল, ৬০টি সার্ট
পিস ও ১২০টি নারিকেল তেলের বোতল জব্দ করা হয়েছে। এ ঘটনায় উল্লেখিত তিন
নারীসহ জহুরুল ইসলামকে আটক করা হয়েছে।