এম আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের
চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিন মিয়া (২০) কে গ্রেপ্তার করেছে
পুলিশ। গত শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা
হয়।
জানা যায়, ঠাকুরগাঁও পুলিশ সুপার ফরহাত আহমেদ এর
নির্দেশনায় সদর থানার এসআই খায়রুল আনাম ও এসআই শফিকুল
ইসলাম শহরের আর্টগ্যালারী এলাকায় মাদকবিরোধী অভিযান
পরিচালনা করে। এসময় ‘অপরাজেয় ৭১’ স্মৃতিসৌধ এলাকা
থেকে ১৫ পিচ ইয়াবা সহ চিিহ্নত মাদক ব্যবসায়ী রবিন
মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের
করা হয়েছে।
এসআই খায়রুল আনাম বলেন, চিিহ্নত মাদক ব্যবসায়ী রবিন মিয়া
দীর্ঘদিন থেকে শহরে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা
হয়। রবিন মিয়া মোটর সাইকেল চোরের সিন্ডিকেটের সাথে
জড়িত আছে বলে জানান তিনি।