প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের
নির্বাহী ম্যাজিষ্ট্রেট গতকাল সোমবার এক অভিযান চালিয়ে প্রাণ
কোম্পানীর খাবার অনুপযোগী ২টন লুডুস জব্দ করেছেন। খাবার অনুপযোগী
লুডুস মজুদ ও বিক্রির অপরাধে হাফিজা বেগম (৩৮) নামের এক মহিলাকে ৫হাজার
টাকা জরিমানা করা হয়েছে। হাফিজা বেগম পৌর এলাকার কাঁটাবাড়ি
নয়াপাড়া গ্রামের মৃত অফুর উদ্দিনের মেয়ে।
থানার এসআই শাহ আলম বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. এহেতেশাম রেজার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত
হাফিজা বেগমের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় বাড়িতে মজুদ ও
বিক্রিকৃত খাবার অনুপযোগী প্রাণ কোম্পানীর ২টন লুডুস জব্দ করা হয়। এ
সময় হাফিজা বেগমকে ৫হাজার টাকা জরিমানা করে জব্দকৃত লুডুসগুলো
আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
হাফিজা বেগম বলেন, নাটোর থেকে গত এক মাস আগে ৫৪ হাজার টাকায়
বস্তায় ভর্তি ২টন প্রাণ কোম্পানীর লুডুস এনে নতুন করে পলিথিনের প্যাকেট
করে উপজেলার বিভিন্ন হাটবাজারসহ গ্রামে গ্রামে বাড়ি জন্য পাঠানো হয়।
লুডুস বিক্রিতা প্রাণের লোকজন বলেছেন লুডুসগুলো আরও দুইমাস খাওয়া
যাবে। এ কারণে লুডুসগুলো বিভিন্ন গ্রামে ও হাটবাজারে বিক্রি করা হচ্ছিল।
প্রাণ কোম্পানীর (ম্যানেজার অপারেশন) জহিরুল ইসলাম ও এডমিন আলতাফ
হোসেন বলেন, লুডুসগুলো ক্রয়-বিক্রয়ের রসিদ সঠিক আছে। তবে এগুলো মানুষের
খাবার জন্য নয়, মাছের খাদ্য হিসেবে বিক্রি করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট
মো. এহেতেশাম রেজা বলেন, জব্দকৃত লুডুসগুলো বুল ড্রজার দিয়ে ধ্বংস করে
দেয়া হয়েছে। তবে প্রাণ কোম্পানীর কর্মকর্তারা বলছেন, মানুষের খাদ্যের
অনুপযোগী হওয়ায় এগুলো মাছের খাদ্য হিসেবে বিক্রি করা হয়েছে। তবে মাছের
খাদ্য হিসেবে বিক্রি হবে এমন কোন সতর্কবার্তা লুডুসের বস্তায় কিংবা
বিক্রয় রসিদে লেখা না থাকায় এগুলো মাছ নয়, মানুষই খেয়েছে।