মোঃ আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট (দিনাজপুর)ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে আগাম আমন ধান কাঁটতে শুরু করেছে কৃষকেরা। ফসল
ভরা মাঠ থেকে ধান কেঁটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে উপজেলার কৃষকেরা।
চলিত মাসে উপজেলার বিভিন্ন এলাকায় আগাম জাতের আমন ধান কটা ও মারাই শুরু
হয়েছে। এবারের আমন আবাদের শুরুটা মোটেও ভালো ছিলন। প্রথম থেকেই কৃষকের
মধ্যে ছিল সস্কা। তবে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় কৃষকরা উঁচু জমিগুলো শ্যালো
মেশিন পানি দিয়ে রোপন করছে। পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় ক্ষুদ্র ও মাঝারি
কৃষকের মাথায় হাত পড়ে। আমনে যে টার্গেট করেছিল, তা পুরন না হওয়ার শস্কার
দেয়। বর্ষাকাল পেরিয়ে যাওয়ার পর আকাশে কালো মেঘের আনাগোনায় কাখিত
বৃষ্টিতে কৃষকের মুখে হাসি ফুটে ওঠে। সবকিছু মোকাবিলা শেষে মাঠ ঘুড়ে
দেখা যায় আমনের ফলন এবার ভালোই হবে। এলাকার প্রধান ফসল ধান, আলূ, সরিষা,
গম ও ভুট্টা । তবে যে সকল মাঠ উচু এবং আগাম জাতের আলু রোপন করামত জমি
সেই সকল জমিতে আগাম জাতের আমন ধান কাঁটা শুরু করেছে। সেই সাথে
গৃহীনিরাও বাড়ির আঙ্গিনা ও উঠান তৈয়রী কাজে ব্যস্ত সময় পার করছে। উপজেলা
কৃষি দপ্তর থেকে জানা যায় ৪টি ইউনিয়ন ১ টি পৌরসভায় ১১হাজার ৬ শত
জমিতে আমন চাষ করা হয়েছে। তার মধ্যে হাইব্রিট জাতের ৩ শত হেক্টর আর ১১
হাজার ৩শত জমি উফসি জাতের চাষ হয়েছে।